বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

যে কারণে সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি বদলাতে বললেন মৌসুমী

ফোরাম প্রতিবেদক / ১১৩ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ৯, ২০২২
যে কারণে সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি বদলাতে বললেন মৌসুমী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বেশ কিছুদিন ধরে বাংলা সিনেমার পালে লেগেছে পাগলা হাওয়া। সিনেমা হলগুলোতে ফিরতে শুরু করেছে দর্শক। তবু এখনও মৌসুমী-শাবনূরদের মতো তারকা গড়ে ওঠেনি। এফডিসি দাপিয়ে বেড়ানো তেমন অভিনেত্রীর সংখ্যা কমেছে। যারা আছে তাদেরকে ঘিরে আছে নানা স্ক্যান্ডাল। কেন এমন অবস্থা তা জানতে স্বয়ং মৌসুমীরে কাছে প্রশ্ন ছুড়েছিলেন সাংবাদিকরা।

আগামী ১১ নভেম্বর শুক্রবার মুক্তি পাবে সরকাররি অনুদান প্রাপ্ত সিনেমা ‘ভাঙ্গন’। সিনেমাটি মুক্তি উপলক্ষে গুলশানে একটি পার্লারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মৌসুমী। নবীন অভিনয় শিল্পীদের নিয়ে সাংবাদিকদের সাথে অনেক কথা বলেছেন তিনি।

সানি লিওন দিতে আসলেন শিক্ষক নিয়োগ পরীক্ষা!

মৌসুমী বলেছেন, ‘আমাদের নতুন শিল্পীরা অনেক মেধাবী। তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে। তাদের উৎসাহ দিতে হবে। স্ক্যান্ডাল নিয়ে আলোচনায় মেতে থাকলে তারা এগোতে পারবে না। সাংবাদিকদের দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। উৎসাহ দিতে হবে। সাংবাদিকদের আরও প্রোটেকটিভ হতে হবে’।

তিনি আরও বলেন, ‘আমরা যখন কাজ করেছি, সাংবাদিক ভাইয়েরাই আমাদের সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছেন। নতুন কাজ করার সময় আমরাও অনেক ভুল-ভ্রান্তি করেছি। আমাদের ভুল হয়েছে। সেটাকে শুধরে নেয়া, সুন্দরভাবে উপস্থাপন করা, কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে সঠিক পথে দাঁড় করিয়ে দেয়ার কাজটা সাংবাদিক ভাইয়েরাই করেছেন।

এই নায়িকা হতাশ হয়ে আরও জানান, ‘এখনকার সাংবাদিকরা তা করেন না। এখন সাংবাদিকরা যাচ্ছেতাই বলেন, যাচ্ছেতাই ভিডিও করেন, যা তা টাইটেল দিয়ে নিউজ ছেড়ে দেন। আপনাদের কারণে আমাদের ছেলে-মেয়েদের ভালো হওয়ার কোনো রাস্তা অবশ্য নেই। তারপরও আপনাদের দায়িত্ব দিলাম। আপনারা ঠিক করেন।’

আগামী ১১ নভেম্বর মুক্তি পাবে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ভাঙন’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বুলবুল আহমেদ জয়, মির্জা আফরিশ, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, হলিপুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান