শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

যে কারণে এ বছর টিকটকে সেরা হলেন মাহি

ফোরাম প্রতিবেদক / ১০৬ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২২
যে কারণে এ বছর টিকটকে সেরা হলেন মাহি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সামাজিক যোগাযোগের পাশাপাশি ভিডিও কনটেন্ট শেয়ারের অন্যতম জনপ্রিয় মাধ্যম টিকটক। তবে এ মাধ্যম নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সবসময় নেতিবাচক সমালোচনাই চলে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নিয়ে।

টিকটকে এর আগে নেতিবাচকভাবে ভাইরাল হয়েছেন অনেকেই। আবার এই টিকটকের কারণেই অনেকেই দেশের টিভি মিডিয়ায় জায়গা করে নিয়েছেন। আলোচনা সমালোচনা পেরিয়ে এই মাধ্যম সারাবিশ্বে এখন সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

কদিন আগেই দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে টিকটক করা নিয়ে কটাক্ষ করেছিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। তিনি দিঘীকে টিকটক না করে অভিনয়ের দিকে মনোযোগী হতে বলেছিলেন। এ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনায় মুখর ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

তবে এবার এই টিকটককে কেন্দ্র করে সুখবর দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা মাহি। বছরের সেরা টিকটকার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

টিকটকের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর এমনটি জানা গেছে। এ বছর টিকটকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে তার ভিডিওগুলো।

এই সংবাদ জানার পর মাহি জানান, ‘টিকটকে জনপ্রিয় হওয়ার কথা আমাকে আমার বন্ধু জানায়। তালিকা পাওয়ার পর দেখি আমার নাম রয়েছে এক নম্বরে।’

টিকটক প্ল্যাটফর্মে ৪৫ লাখের বেশি অনুসারী ফলো করেন সামিরা খান মাহিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান