বলিউডের অনেক তারকা নিজের নিরাপত্তার স্বার্থে সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রাখেন। মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতাল ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। ভোরে নিজের বন্দুক থেকেই গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি অডিওবার্তা দিয়েছিলেন তিনি। বর্তমানে গোবিন্দের অবস্থা স্থিতিশীল। তিনি ভাল আছেন। তবে অভিনেতার পায়ে ৮ থেকে ১০টি সেলাই পড়েছে। গোবিন্দ ছাড়া আর কোন তারকা সঙ্গে অস্ত্র রাখেন চলুন জেনে নেই-
অমিতাভ বচ্চন: বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বড় পর্দায় তাঁকে বন্দুক হাতে অনেক গোলাগুলি ছুড়তে দেখা গেছে। জানা গেছে, এই বলিউড তারকার কাছে একটি লাইসেন্স করা বন্দুক আছে। আর এ খবরও আছে যে ২৬/১১-তে মুম্বাইতে আতঙ্কবাদী হামলার পর বিগ বি বন্দুকটি কিনেছিলেন। নিজের সুরক্ষার কারণে তিনি এই বন্দুক কিনেছিলেন।
সালমান খান: এই তালিকায় আছে বলিউড সুপারস্টার সালমান খান। বলিউডের ‘দাবাং খান’ সুরক্ষার কারণে নিজের কাছে অস্ত্র রাখেন। মুম্বাই পুলিশ সালমানের সুরক্ষার কারণে অভিনেতাকে বন্দুক রাখার অনুমতি দিয়েছিল বলে জানা গিয়েছিল।
সানি দেওল: বলিউড তারকা সানি দেওল। কিন্তু বাস্তব জীবনেও বন্দুক ব্যবহার করেন ‘গদার’খ্যাত এই তারকা। সানি তাঁর অভিনীত ছবি ‘সিং সাহেব দ্য গ্রেট’-এর শুটিংয়ের সময় নিজের বন্দুক ব্যবহার করেছিলেন।
পুনম ধিলোঁন: বলিউডের সাবেক অভিনেত্রী পুনম ধিলোঁন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাঁর কাছে বন্দুক আছে। তবে পুনম বন্দুকটি সঙ্গে নিয়ে ঘোরেন না বলেও জানিয়েছিলেন।
You must be logged in to post a comment.