বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

যেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গ পাওয়া লাস্যময়ীরা

ফোরাম প্রতিবেদক / ৪০৯ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৬, ২০২২
যেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গ পাওয়া লাস্যময়ীরা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ওপার বাংলা অর্থাৎ কলকাতার রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। এসএসসি কাণ্ডে গ্রেফতার পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চার কোনো শেষ নেই। কেননা তার অভিযোগের চেয়ে তার বান্ধবীর লিস্ট নিয়ে চলছে সমালোচনার ধুম।

তদন্ত করতে গিয়ে রাজ্যটির গোয়েন্দা অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়ের দুজন বান্ধবীর খোঁজ পেয়েছিলেন। একজন হলেন উঠতি অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখোপাধ্যায়, অন্যজন অধ্যাপিকা মোনালিসা দাস। এই দুইজনের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে আরো একজনের নাম উঠে আসছে। তিনি হলেন ডক্টর অহনা চক্রবর্তী।

অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ কোটিরও বেশি রুপি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। যিনি শোবিজ জগতে কর্মরত। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনায় নিযুক্ত আছেন। তবে পার্থ গ্রেফতার হওয়ার পর চাপে পড়েছেন তিনি।

আগামী ৩ অগাস্ট পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজতের নির্দেশ দিল বিশেষ ইডি আদালত। অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করেননি। কিন্তু তাকে যাতে কম সময়ের ইডি হেফাজত দেওয়া হয় সেই জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনও খারিজ করে দেয় আদালত। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে অর্পিতার।

এছাড়া মোনালিসা দাস নামের আরেক নারী কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষিকা। অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে শান্তিনিকেতনে তিনি অন্তত ১০টি ফ্ল্যাটের মালিক। অভিযোগ অস্বীকার করে মোনালিসা দেবী জানান, ‘পার্থবাবু সঙ্গে আমার সম্পর্ক অভিভাবকের মতো।’

এরপর মোনালিসা বলেন, ‘উনি শিক্ষামন্ত্রী। আমি একজন শিক্ষক। শিক্ষার কাজে কখনও কিছু যোগাযোগ হতেই পারে। তার থেকে বেশি কিছু নয়। তিনি আমার গুরুজন। আমার মতো একজন সাধারণ মানুষের সঙ্গে তাঁর শুধু শিক্ষক ও অভিভাবকের সম্পর্ক’। তবে শান্তিনিকেতনে তিনি সত্যিই ১০টি ফ্ল্যাটের মালিক কি না। বা এই বিপুল সম্পত্তি তিনি করলেন কী করে তা নিয়ে মুখ খোলেননি মোনালিসা। বর্তমানে নিজ কর্মস্থলেই আছেন মোনালিসা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের আরেক বান্ধবী অহনা দেবী নদিয়ার শিমুরালি শচিদানন্দ কলেজ অফ এডুকেশন এর প্রিন্সিপাল। এছাড়াও জানা গেছে অহনা চক্রবর্তীর বাড়ি রয়েছে কলকাতাতে। ২০১৮ সালে নদীয়ার এই কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন। কিন্তু তার নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক বান্ধবী যোগে উত্তাল রাজ্য রাজনীতি। একের পর এক মিমে সরগরম সোশ্যাল মিডিয়া। বর্তমানে ভুবনেশ্বর এমসে বিশদ স্বাস্থ্যপরীক্ষা চলছে পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার সকালে বাংলার মন্ত্রীকে ঢোকানো হয় ওড়িশার হাসপাতালে। প্রায় সঙ্গে সঙ্গেই তৎপরতার সঙ্গে শুরু হয়ে যায় পরীক্ষানিরীক্ষা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমেই মন্ত্রীর ওজন, নাড়ির গতি, রক্তচাপ ইত্যাদি পরীক্ষা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান