দেশের পর এবার যুক্তরাষ্ট-কানাডার পেক্ষাগৃহেও দেখা যাবে ‘কাজলরেখা’। প্রায় ৪০০ বছর আগেকার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘কাজলরেখা’ সিনেমাটি আগামী ৩১ মে থেকে মুক্তি পাচ্ছে কানাডা ও আমেরিকার প্রেক্ষাগৃহে।
‘স্বপ্ন স্কেয়ারক্রো’ পরিবেশিত এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমাটি প্রথম সপ্তাহে কানাডার আটটি ও আমেরিকার সতেরোটি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে।
স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘যারা প্রবাসে থাকেন, বহু ভাষার ও সংস্কৃতির মাঝে নিজের দেশকে খোঁজেন। ‘কাজলরেখা’ তাদের মাঝে সাড়া জাগাতে পারে। মুক্তির আগেই তাদের মাঝে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান প্রমুখ।
You must be logged in to post a comment.