ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্র গেলেন। খল চরিত্রে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা মিশা সওদাগর গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।
মিশা সওদাগর জানান, পরিবারকে সময় দিতে কয়েক মাস আগে যাওয়ার কথা থাকলেও চলচ্চিত্রের মানুষদের নিয়ে কাজ করার জন্য তিনি যেতে পারেননি। করোনার সময়টায় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি এতদিন দেশে ছিলেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: বিয়ের কথা জানালেন ফারিয়া, স্থায়ী হবেন অস্ট্রেলিয়ায়
দীর্ঘদিন থেকে পরিবার থেকে দূরে থাকার কারণে বর্তমান পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় পরিবারকে সময় দিতেই মাস খানেকের জন্য দেশের বাইরে পাড়ি দিয়েছেন বলে জানান মিশা সওদাগর।
You must be logged in to post a comment.