সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

যাদের ‘ধান্দাবাজ’ বললেন ন্যান্সি

বিনোদন প্রতিবেদক / ২৮ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৩, ২০২৪
যাদের ‘ধান্দাবাজ’ বললেন ন্যান্সি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশ জুড়ে অস্থিরতা বিরাজমান। চলমান এই আন্দোলন নিয়ে ফেসবুকে সরব দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করেছেন একটি পোস্ট। সেখানে তিনি ধান্দাবাজদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ

‘প্ৰিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধা ভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে? ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সাথে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপদ সীমার বাইরে রেখেছেন কিন্ত চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি! ভবিষ্যত এ যার সাথে ছবি দিলে, গুন বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন সে ফন্দি ফিকির করছেন -ধিক্কার আপনাদের। বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়।

অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই তাতে আমি অখুশি নই। আপনাদের কীর্তি শুধু আমি নই ;সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি। আপনাদের সাথে কাজের সূত্রে যে সম্পর্ক ছিলো সেটা আমি ছিন্ন করলাম, আপনাদের বর্জন করলাম। জানি তাতে আপনাদের কিছু আসে যায়না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার ওতেই চলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান