বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

যাত্রাপালা পুনরুদ্ধারের উদ্যোগ

কুড়িগ্রাম সংবাদদাতা / ১২৭ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৭, ২০২২
যাত্রাপালা পুনরুদ্ধারের উদ্যোগ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা যাত্রাশিল্পকে আগের রুপে ফেরানোর উদ্যোগ নিয়েছে যাত্রা ফেডারেশন। এই উদ্যোগের ছোয়া লেগেছে কুড়িগ্রামেও । সেখানকার গ্রামীণ জনপদে সুস্থ্যধারার যাত্রপালার প্রদর্শনী শুরু হয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করছে। বেকার হয়ে পড়া যাত্রাশিল্পীরা স্বপ্ন দেখছেন স্বচ্ছল জবিনযাপনের।

যাত্রাপালার ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। বাংলার সংস্কৃতির সাথে এর সম্পর্ক বহুকাল আগের। দেশ স্বাধীনের পর নানা প্রতিবন্ধকতায় ব্যাহত হয় যাত্রার পথ চলা। এই শিল্পের সুদিন ফেরাতে বাংলাদেশ যাত্রা ফেডারেশন দেশের প্রতিটি জেলায় কমিটি গঠন করছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামেও ঘুরে দাড়ানোর চেষ্টা চলছে। রাজা- রাণী, উজির-সিপাইরা আবার ফিরেছে যাত্রাপালায়। সরগরম হয়ে ওঠছে যাত্রার মঞ্চ। যাত্রা পালার এই ফিরে আসার চেষ্টা, স্বস্তি দিয়েছে জেলার সাধারণ যাত্রা শিল্পীদের মাঝে।

দর্শকরা জানান, দীর্ঘসময় পর যাত্রা দেখে ভীষণ খুশি তারা। বাংলা সংস্কৃতির এই মূল্যবান ধারাটিকে আগের রূপে ফিরিয়ে আনার দাবি জানান তারা।

আগামিতে এই শিল্পে জড়িতরা যাতে স্বচ্ছল ভাবে জীবনধারণ করতে পারেন সে উদ্যোগ নেয়া হবে বলে জানালেন কুড়িগ্রাম যাত্রা ফেডারেশনের সভাপতি।

যাত্রা শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং এটাকে পেশা হিসেবে আবারও প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য বলে জানালেন যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্টরা মনে করেন যাত্রাকে আবার আগের মত প্রতিষ্ঠা করা গেলে দেশের সংস্কৃতি যেমন প্রাণবন্তহবে, তেমনি এই শিল্পের মানুষরা পাবেন জীবনধারণের নিশ্চয়তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান