মরক্কোকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর আনন্দে যখন পুরো ফ্রান্স ঠিক তখনই দলটির তারকা ফুটবলার এমবাপ্পেকে দেখা গেলো মরক্কো ক্যাম্পের কাছে। মূলত প্রিয় বন্ধু আশরাফ হাকিমির খোঁজেই সেখানে গিয়েছিলেন তিনি। ম্যাচে মরক্কো হারলেও দুই তারকার বন্ধুত্বে তা ফাটল ধরাতে পারেনি।
ম্যাচ শেষে দেখা যায়, এমবাপ্পে-হাকিমি একে অন্যের সঙ্গে জার্সি বদল করছেন। এমবাপ্পে জড়িয়ে ধরে হাকিমিকে সান্ত্বনা দিচ্ছেন। শুধু তাই নয়, দুই বন্ধুকে কথা বলতেও দেখা যায় ম্যাচ শেষে।
এমবাপ্পের সাথে হাকিমির বন্ধুত্বটা শুরু পিএসজি থেকে। ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই এমবাপ্পের সবচেয়ে কাছে বন্ধু হয়ে উঠেন হাকিমি। এমনকি হাকিমিকে ভালোবেসে পেঙ্গুইন বলেও ডাকেন এমবাপ্পে। ক্লাব ফুটবলে গোল করে পেঙ্গুইনের ভঙ্গিতে উদযাপন করতেও দেখা যায় তাদের।
বিশ্বকাপ শেষেই আবারও পিএসজিতে ফিরবেন হাকিমি-এমবাপ্পে। তাদের সাথে যোগ দিবেন দুই আইকন মেসি ও নেইমারও। বিশ্বকাপের পরপরই শুরু হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবল মৌসুমের দ্বিতীয় ভাগ।
You must be logged in to post a comment.