বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

মৌসুমী-পায়েলের ‘শিউলি মালা’

বিনোদন প্রতিবেদক / ১৬ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২, ২০২৪
মৌসুমী-পায়েলের ‘শিউলি মালা’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

১ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘শিউলি মালা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মৌসুমি হামিদ ও কেয়া পায়েল। নাটকটি প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

এর গল্পটা এমন—শিউলি আর মালা দুই বোন। সবাই তমিজউদ্দিনকে চেনে শিউলি-মালার বাবা আর একজন গুণী শিল্পী হিসেবে। তবে তমিজউদ্দিন প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন বছর হতে চলল। শিউলি আর বোন মূলত তমিজের দেখভাল করে। শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি তার আগেই সংসার চালাতে নেমে গেছে টিউশনি করতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে আশা লতা মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে। শিউলি পছন্দ করে একজনকে। যার পরিবার আবার সেটা চায় না। সেখানে যুক্ত হয় মেম্বারের প্রভাব।

খলিল জিবরানের রচনায় ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, রুনা খান, খলিলুর রহমান কাদেরী, শ্যামল মাওলা, সমাপ্তি মাশুক, জয়রাজ, আরেফিন জিলানী, শারমিন সুলতানা শর্মীসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান