বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক / ৫২ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৮, ২০২৫
মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার পেলেন যারা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

১৭ মার্চ সোমবার কলকাতায় আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫। বাইপাসের ধারে একটা পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান মিমি চক্রবর্তী থেকে ওপার বাংলা জয়া আহসান। বহু উজ্জ্বল তারকাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

কে কে কোন বিষয়ে সম্মানিত হলেন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা…

ফ্যাশনের উদীয়মান মুখ (মহিলা)- অঙ্গনা রায়

ফ্যাশনের উদীয়মান মুখ (পুরুষ)- শন বন্দ্যোপাধ্যায়

বর্ষসেরা হটস্টেপার (পুরুষ)- অর্জুন চক্রবর্তী

বর্ষসেরা হটস্টেপার (মহিলা)- রুক্মিণী মৈত্র

ওম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস- স্বস্তিকা মুখোপাধ্যায়

ম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস- আবির চট্টোপাধ্যায়

ফিট অ্যান্ড ফ্যাবুলাস (মহিলা)- পাওলি দাম

ফিট অ্যান্ড ফ্যাবুলাস (পুরুষ)- টোটা রায় চৌধুরী

মোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন (পুরুষ)- বিক্রম চট্টোপাধ্যায়

সমোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন (মহিলা)- সৌরসেনী মৈত্র

মোস্ট স্টাইলিশ স্টার (মহিলা)- শুভশ্রী গঙ্গোপাধ্যায়

মোস্ট স্টাইলিশ স্টার (পুরুষ) জিৎ

দ্য আল্টিমেট ডিভা টাইমলেস বিউটি- রূপা গঙ্গোপাধ্যায়

ট্রাডিশনাল কুইন অফ দ্যা ইয়ার – জয়া আহসান

ফ্য়াশান রিস্ক টেকার অফ দ্যা ইয়ার- মনামী ঘোষ

স্টাইল আইকন (পুরুষ)- প্রসেনজিৎ

স্টাইল আইকন (মহিলা)- ঋতুপর্ণা সেনগুপ্ত

রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার (পুরুষ) -অঙ্কুশ হাজরা

রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার (মহিলা)- ঐন্দ্রিলা সেন

মোস্ট গ্ল্যামারাস স্টার (মহিলা) -কোয়েল মল্লিক

সবচেয়ে গ্ল্যামারাস তারকা (পুরুষ) -দেব

মোস্ট ফ্যাশনেবল স্টার কাপল – নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত

মোস্ট ফ্যাশনেবল স্টার (পুরুষ)- পরমব্রত চট্টোপাধ্যায়

মোস্ট ফ্যাশনেবল স্টার (মহিলা)- রাইমা সেন

বছরের সেরা ট্রেন্ডসেটার -মিমি চক্রবর্তী

স্পোর্টস আইকন- সৌরভ গঙ্গোপাধ্যায়

মোস্ট স্টাইলিশ ডিরেক্টর- রাজ চক্রবর্তী

হটেস্ট স্টার অফ দ্য় ইয়ার (পুরুষ)-দেব

হটেস্ট স্টার অফ দ্য় ইয়ার (মহিলা)-রাইমা সেন

ট্রেলব্লেজার অফ দ্য় ইয়ার- জিৎ

আল্টিমেট ডিভা গায়িকা- ঊষা উত্থুপ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান