শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

মোদির প্রশংসায় পঞ্চমুখ রশ্মিকা

বিনোদন ডেস্ক / ৩৮ জন দেখেছেন
আপডেট : মে ১৭, ২০২৪
মৃত্যুর মুখ থেকে ফিরলাম: রাশমিকা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ভারতের জাতীয় ক্রাশ হিসেবে ডাকা হয় এই অভিনেত্রীকে। সার্চ ইঞ্জিন গুগলে ভারতের জাতীয় ক্রাশ ২০২০ নির্বাচিত হন এই অভিনেত্রী। এখানেই শেষ নয়। তার আরও একটি পরিচয় রয়েছে,তা হল এক্সপ্রেশন কুইন। অভিনয়ের পাশাপাশি শারীরিক নানা অঙ্গভঙ্গিতে দর্শকেরা বুদ হয়ে থাকেন রশ্মিকাতেই।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কাজে খুশি হলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। নবনির্মিত অটল সেতু সম্পর্কে তিনি বক্তব্য রাখেন। প্রসঙ্গত এই বছর জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন এই সেতু। মুম্বাই ট্র্যাফিককে দমন করার জন্য এটি করা হয়েছে। জনসাধারণের জন্য এটি খোলা রয়েছে।

অটল সেতু, ভারতের বৃহত্তম সমুদ্র সংযোগ সেতু, ২২ কিলোমিটার সেতু যা মুম্বাইকে তার স্যাটেলাইট শহর ন্যাভি মুম্বাইয়ের সাথে সংযুক্ত করে।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এর সাথে কথা বলার সময় রশ্মিকা সেতু সম্পর্কে বেশ প্রশংসা করেছেন। তিনি বলেন, ভ্রমণের জন্য এটি একটি গেম-চেঞ্জার। দুই ঘণ্টার যাত্রা মাত্র ২০ মিনিটে নামিয়ে আনা হয়েছে।

সাদা স্যুট পরিহিত অবস্থায় প্রধানমন্ত্রী মোদির প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছুই উজ্জ্বল। দুই ঘণ্টার যাত্রা ২০ মিনিটে করা যায়। বিশ্বাস করা যায় না! কে ভেবেছিল যে এমন কিছু সম্ভব হবে? আজ ন্যাভি মুম্বাই থেকে মুম্বাই পর্যন্ত, গোয়া থেকে মুম্বাই আর ব্যাঙ্গালোরকে সংযোগ স্থাপন করেছে। সমস্ত যাত্রা এত সহজে এবং এমন অসাধারণ পরিকাঠামোর সাথে করা হয়েছে, ভারত কোথাও থেমে নেই, গত ১০ বছরে আমাদের দেশে পরিকাঠামো বেড়েছে, রোড প্ল্যানিং-সবকিছুই জমজমা।

তিনি আরো বলেন,‘ভারতের তরুণরা স্মার্ট। তারা সচেতন, কাকে ভোট দিতে হবে তা তারা জানে।’

এমনকি প্রত্যেক ভারতীয়কে এই লোকসভা নির্বাচনে ভোট দিতে অনুরোধও করেন। ভারতের এই স্মার্ট তরুণদের নিয়ে গর্ব করেন এই এক্সপ্রেশন কুইন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রশ্মিকা মান্দানার অটল সেতু নিয়ে কথা বলার আরেকটি ভিডিও শেয়ার করেছেন। তার ক্যাপশনে লেখা ছিল, “অবশ্যই! মানুষকে সংযুক্ত করা ও জীবন উন্নত করার চেয়ে সন্তোষজনক আর কিছু নেই।”

দুটি ভিডিওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ ভাইরাল হয়েছে, ইতিমধ্যে ভিডিও দুটি লাখ লাখ ভিউ পেয়েছে।

দক্ষিনী অভিনেত্রী হলেও এই জাতীয় ক্রাশ কাজ করেছে বলিউডের অনেক সিনেমাতেও। রশ্মিকা মান্দানাকে শেষবার রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। এছাড়া ‘সিকান্দার’ ছবিতে সালমান খানের বিপরীতেও দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান