চলমান কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রতিটি জয়েই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভূমিকা রেখে চলছেন তিনি। গোল করার পাশাপাশি গোল করানোর দায়িত্বটাও বেশ ভালোভাবেই পালন করছেন মেসি। কোয়ার্টার ফাইনালে এই মেসিদের বিপক্ষেই লড়তে হবে নেদারল্যান্ডসকে। সেই ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে কথা বলেন ডাচ কোচ লুই ফন হাল।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সব প্রতিপক্ষই আলাদা পরিকল্পনা করে মেসিকে নিয়ে। নেদারল্যান্ডসও সেটির ব্যতিক্রম নয়।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে মেসিকে নিয়ে যে আলাদা পরিকল্পনা করেছে ডাচরা সেটি জানান স্বয়ং ডাচ কোচই। তার দাবি, মেসিকে আটকানোর উপায় জানা আছে তার। খবর : দ্য মিরর
ফন হাল বলেন, ‘মেসি ভয়ংকর সৃষ্টিশীল খেলোয়াড় এটাতে কোনো সন্দেহ নেই। সে অনেক সুযোগ তৈরি করে দিতে পারে, নিজেও সুযোগ বানিয়ে নিয়ে গোল করতে পারে। কিন্তু যখন তিনি বল হারিয়ে ফেলেন, তখন তার প্রভাব কমে যায়। আর এটাই আমাদের জন্য বড় সুযোগ।’
২০১৪ বিশ্বকাপেও নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। সেবার ডাচ কোচ হিসেবে ফন হাল মেসিকে আটকে রাখতে পারলেও পেনাল্টি শুটআউটে হেরে ফাইনাল খেলা হয়নি ডাচদের।
You must be logged in to post a comment.