কাতার ফুটবল বিশ্বকাপের পর্দা নেমেছে। রোববার (১৮ ডিসেম্বর) জমজমাট আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘটে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপের। এদিন ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ফ্রান্স। টান টান উত্তেজনার ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা।
ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে এসে বিশ্বকাপের মুকুট মাথায় ওঠে মেসির। ফাইনালে জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে কালো রঙের একটি আলখাল্লা পরিয়ে দেয়া হয়। আরব বিশ্বে এ ধরনের ঐতিহ্যবাহী পোশাক বেশ পরিচিত। মেসিকে এই পোশাক দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।
ওই আলখাল্লা পরানোয় মেসির জার্সির কিছু অংশ ঢেকে যায় বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে জার্সিতে থাকা আর্জেন্টিনার জাতীয় ব্যাজ ঢেকে যায়। মেসিকে এই পোশাক পরানো অবস্থাতেই হাসি মুখে বিশ্বকাপ তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। খবর দ্য গার্ডিয়ান’র।
মেসিকে এমন পোশাক পরিয়ে দেয়ায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেটির প্রশংসা করেছেন। মধ্যপ্রাচ্যে এ ধরনের পোশাক পরানোকে ‘সম্মানের’ প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু পশ্চিমা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিষয়টি ভালোভাবে নেয়নি।
এ বিষয়ে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ডিফেন্ডার পাবলো জাবালেতা প্রশ্ন রেখে বলেন, কিন্তু কেন? এটা করার কোনো কারণ নেই। বিবিসি’র হোস্ট গ্যারি লাইনকারের ভাষায় ‘একটি জাদুকরী মুহূর্তে’ তারা ‘তার শার্ট ঢেকে দিয়েছে, এটি লজ্জাজনক’। প্রসঙ্গত, ১৯৮৬ সালের পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা।
You must be logged in to post a comment.