বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

মেরা পিক পর্বতে এনটিভির ব্যানার নিয়ে পর্বতারোহী মেহেদী

ফোরাম প্রতিবেদক / ১৮৫ জন দেখেছেন
আপডেট : মে ৫, ২০২৩
মেরা পিক পর্বতে এনটিভির ব্যানার নিয়ে পর্বতারোহী মেহেদী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নেপালের মেরা পিক পর্বতে ব্যানার হাতে নিয়ে এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পর্বতারোহী মেহেদী হাসান রনি। গত ১ মে নেপালের ছয় হাজার ৪৭৬ মিটার মেরা পিক সাবমিট ক্যাম্পিং শেষে করে দেশে পৌঁছেন তিনি।

পর্বতারোহী মেহেদী হাসান রনি চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক।

গত ১৩ এপ্রিল পর্বতারোহী মেহেদীকে নিয়ে এনটিভির অন্য রকম গল্পে একটি বিশেষ প্রতিবেদন প্রচার হয়। এতে তার এভারেস্ট জয়ের স্বপ্নের কথা তুলে ধরা হয়। এজন্য এনটিভি ও চাঁদপুর প্রতিবেদক শরীফুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেহেদী।

এর আগে মেহেদী হাসান রনি কির্সতং, কেদারকণ্ঠ, নেপালের মেরা পিক ক্লাইম্বিং, এভারেস্ট বেজ ক্যাম্প ও কালাপাহারসহ দেশের সব পাহাড় ঘুরেছেন। আগামী বছরের শুরুর দিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের উদ্দেশ্যে রওনা হবেন এই পর্বতারোহী।

এ বিষয়ে পর্বতারোহী মেহেদী হাসান রনি বলেন, ‘আরও কয়েক বছর আগে থেকে পাহাড়-পর্বত জয় করা আমার নেশা হয়ে ওঠে। আমি দেশ ও দেশের বাইরে অনেক পর্বত সাবমিট করেছি, কিন্তু সেটা কখনও গণমাধ্যমে প্রচার হয়নি। আমার পর্বতারোহী গল্প একমাত্র এনটিভিতে প্রচার হয়েছে। আমাকে এতটুকু মূল্যায়ন করায় আমি নেপালের মেরা পিক সাবমিট করে সেখানে এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। শুধু তাই নয়, এভারেস্ট জয় করেও সেখানে এনটিভির প্রতি কৃতজ্ঞতা থাকবে। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান