বলিউড তারকা মিস্টার পারফেকশনিস্টের মেয়ে ইরা খানের আইনি বিয়ে হয়ে গেল গত ৩ জানুয়ারি। ওইদিন সন্ধ্যায় প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ে হয় তারকাকন্যার। দুই পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে হয়। এরপর শুরু হয় আনুষ্ঠানিকতা।
গত ৮ থেকে ১০ জানুয়ারি রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ইরা-নূপুরের বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে গায়েহলুদ, মেহেদি, সংগীতসহ নানা আয়োজন ছিল। গত ১০ জানুয়ারি ক্রিস্টিয়ান রীতিতে বিয়ে হয় তাদের। আর এই পুরো সময় বেশ ব্যস্ততায় ছিলেন আমির খান।
স্বাভাবিকভাবেই মেয়ের বিয়েতে ব্যস্ত থাকার কথা তারকা বাবার। তবে এখনো বিয়ের অনুষ্ঠান শেষ হয়নি। ভারতীয় এক সংবাদমাধ্যম থেকে জানা যায়, আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে বিয়ে পরবর্তী এক রিসিপশনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সালমান খান, অজং দেবগন, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খানসহ বিভিন্ন তারকা এবং রাজনীতিবিদরা।
এদিকে সংবাদমাধ্যমের খবর বলছে, উদয়পুরের অনুষ্ঠান শেষ হতেই দিল্লি পাড়ি জমিয়েছেন আমির খান। মুম্বাইয়ের অনুষ্ঠানের আগ মুহূর্তে তার দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। তবে শত ব্যস্ততার মধ্যে তার দিল্লি যাওয়ার কারণ সম্পর্কে জানা গেছে। মূলত শেষ মুহূর্তে এসেও কিছু আমন্ত্রণ এখনো বাকি রয়েছে নায়কের। এ জন্য সেই আমন্ত্রণপত্র দেয়ার জন্য রাজধানীতে গেছেন বলি তারকা।
জানা গেছে, ১৩ জানুয়ারি মুম্বাইয়ের অনুষ্ঠানে তারকা ও রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন অঙ্গনের নামিদামি ব্যক্তিরা অতিথি থাকবেন। নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরা-নূপুরের রিসিপশন।
You must be logged in to post a comment.