বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

‘মেইড ইন চিটাগং’ মুক্তি পাচ্ছে আজ

ফোরাম প্রতিবেদক / ১০৭ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৮, ২০২২
‘মেইড ইন চিটাগং’ মুক্তি পাচ্ছে আজ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘মেইড ইন চিটাগং’ ছবিটি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (১৮ই নভেম্বর)। সর্বপ্রথম মুক্তি পাবে চট্টগ্রামের কাজীর দেউড়ি’র সুগন্ধা সিনেমা হলে। জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া অভিনীত ইমরাউল রাফাত পরিচালিত ‘মেইড ইন চিটাগং’ চট্টগ্রাম ভাষায় নির্মিত ছবি।

মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম নিয়ে হাস্যরসে ভরপুর চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতির প্রথম চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’।

অভিনয় করেছেন চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া এবং অপর্ণা ঘোষ। এছাড়াও রয়েছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে।

কমেডি ঘরানার সিনেমাটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত বলেই প্রথমে শুধু চট্টগ্রামে মুক্তি দেয়া হচ্ছে বলে জানান ইমরাউল রাফাত। তিনি জানান, ‘পুরো চট্টগ্রামে মাত্র দুটি সিনেমা হল। এটা খুবই দুঃখজনক। এ দুটিতেই দর্শকরা দেখতে পাবেন সিনেমাটি।’

রাফাত জানান, তিনি ও তার টিম শুক্রবার, শনিবার থাকবেন চট্টগ্রামে। সেখানে তারা প্রদর্শনীগুলোতে দর্শকদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান