বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট মা হয়েছেন। মুম্বাইয়ের রিল্যায়ান্স হাসপাতালে রবিবার (৬ নভেম্বর) সকালে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।
রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপূর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তারপর প্রসববেদনা উঠলে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া।
হাসপাতালে আলিয়া, আজই আসছে রণলিয়ার সন্তান?
চলতি বছর এপ্রিলে বিয়ে করেন আলিয়া-রণবীর দম্পতি। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর দেন আলিয়া। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে আলিয়া তখন লন্ডনে। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।
কাপূর পরিবারে নতুন সদস্যের আগমনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আলিয়ার শাশুড়ি নীতু কাপূরসহ পরিবারটির অন্য সদস্য সোনি রাজদান, মহেশ ভট্ট, শাহীন সকলে আলিয়ার পাশে উপস্থিত আছেন বলে জানা গেছে।
শাহরুখের ছবির বিরুদ্ধে চুরির অভিযোগ
আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কাপূর এবং ভট্ট পরিবারের বাকি সদস্যরা। যে হেতু নরম্যাল ডেলিভারি চেয়েছেন অভিনেত্রী, প্রতীক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ। শেষমেশ বিলাসবহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া।
দাদু হয়ে রণবীরের বাবা পরিচালক মহেশ ভট্ট তার অনুভূতি প্রকাশ করেছেন এভাবে ‘নতুন সূর্য উঠেছে। তরতাজা শিশিরের মতো নতুন জীবনের স্পন্দন এসেছে।’
আগামী ২৮ নভেম্বর আলিয়ার ৩০ বছরের জন্মদিনে উৎসব হবে কাপূর পরিবারে। নবজাতক আর তার মাকে ঘিরে ঘরোয়া পরিমণ্ডলে সেই উদ্যাপন অন্য মাত্রা নিতে চলেছে।
You must be logged in to post a comment.