শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

‘মুজিব চলচ্চিত্রে বঙ্গবন্ধুর জীবনের অজানা তথ্য উন্মোচিত হয়েছে’

বিনোদন ডেস্ক / ৪৮ জন দেখেছেন
আপডেট : জুন ১৮, ২০২৪
‘মুজিব চলচ্চিত্রে বঙ্গবন্ধুর জীবনের অজানা তথ্য উন্মোচিত হয়েছে’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের অনেক অজানা তথ্য উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৭ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ডা. রোকেয়া সুলতানা তার বক্তব্যে আরও বলেন, ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এ চলচ্চিত্রটি নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক জীবন ও দর্শন, সর্বোপরি, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ক্যারিশম্যাটিক নেতৃত্ব অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

এ সময় ইতিহাসের এই মহানায়কের বায়োপিক বিদেশের মাটিতে প্রদর্শনে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেনেভা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকদের, বাংলাদেশ স্থায়ী মিশন এবং আয়োজক সহযোগীদের ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী ও বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হকসহ আমন্ত্রিত অতিথিদের সাথে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন। এ সময় বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তারাসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে থিয়েটার হলটি ছিল কানায় কানায় পূর্ণ।

এদিকে জেনেভায় ঈদের দিনে চলচিত্র প্রদর্শনীতে প্রবাসীদের ঈদ আনন্দ উৎসবে এক নতুন মাত্রা যোগ করে। প্রদর্শনী শেষে দর্শকরা এ ধরণের চলচ্চিত্র প্রদর্শন বিদেশে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভবিষ্যতে বাংলাদেশ মিশন সাংস্কৃতিক কূটনীতির এ ধারা অব্যাহত রাখবে বলে কম্যুনিটি নেতারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান