মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

মুক্তি পেল প্রভাসের আদিপুরুষ, দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া

ফোরাম প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : জুন ১৬, ২০২৩
মুক্তি পেল প্রভাসের আদিপুরুষ, দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মুক্তি পেল বাহুবলী খ্যাত তারকা প্রভাস অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘আদিপুরুষ’। আজ শুক্রবার ভারতজুড়ে মুক্তি পায় ছবিটি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন জানা যায়, প্রথম দিনের প্রথম শো’তে ছিল দর্শকদের উপচে পড়া ভীড়। প্রভাসের অভিনয়ের প্রশংসা ছিল ভক্তদের মুখে। তবে ভিজ্যুয়াল এফেক্টসের (ভিএফএক্স) মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এর আগে প্রথম সপ্তাহান্তের জন্য ‘আদিপুরুষ’র অগ্রিম টিকিটই বিক্রি হয় প্রায় ৫ লাখ। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এই ছবির মোট কত টিকিট বিক্রি হয়েছে সেটার একটা হিসেব দিয়েছেন টুইটারে।

শাহরুখ খানের ‘পাঠান’ ছবির পর প্রভাসের ‘আদিপুরুষ’ ছবির জন্য মুখিয়ে হিন্দি সিনেমার দর্শকেরা। এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। রামায়ণের গল্প কতটা আর কীভাবে পরিচালক ওম রাউত পর্দায় তুলে ধরেন সেটা দেখার জন্য আগ্রহী সবাই। এরই প্রভাব বক্স অফিসে পড়ছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ মনে করেন, উত্তর ভারতে পাশাপাশি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এই ছবি ঝড় তুলবে। কারণ দক্ষিণী তারকা প্রভাসের দারুণ শক্তিশালী ভক্তকূল আছে। অনুমান করা হচ্ছে প্রথম দিনই এই ছবি ৪০ থেকে ৫০ কোটি রুপি আয় করবে।

রামায়ণের ওপর ভিত্তি করে বানানো ‘আদিপুরুষ’ ছবিতে রামের ভূমিকায় প্রভাস, সীতা হয়েছে কৃতি শ্যানন, সানি সিং লক্ষ্মণের চরিত্রে এবং হনুমান হয়েছেন দেবদত্ত নাগে। আর লঙ্কেশ রাবণ হিসেবে ভিন্ন লুকে আছেন সাইফ আলি খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান