রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

মুক্তি পেয়েছে গণ-অর্থায়নে নির্মিত ছবি ‘সাঁতাও’

ফোরাম প্রতিবেদক / ২১২ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২৩
মুক্তি পেয়েছে গণ-অর্থায়নে নির্মিত ছবি ‘সাঁতাও’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে না আসায় গণঅর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’ অবশেষে মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তি দিতেও তাকে হলে হলে ঘুরতে হয়েছে। এর মধ্যেই ঢাকা চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ঢাকাসহ দেশের পাঁচ সিনেমা হলে মুক্তি পেল ‘সাঁতাও’। ঢাকাসহ দেশের পাঁচ সিনেমা হলে মুক্তি পেয়েছে গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’।

লালমনিরহাটের তরুণ খন্দকার সুমন পরিচালনা করেছেন ছবিটি। রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন ও সংকটের গল্প তুলে এনেছেন তিনি। রংপুর, লালমনিরহাটে তিস্তা নদীর ধারে সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে।

সিনেমার কৃষক চরিত্রে অভিনয় করেন অভিনেতা ফজলুল হক ও তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন আইনুন পুতুল। এর আগে ‘রানওয়ে’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান ফজলুল। আইনুন পুতুলকে দেখা গেছে ছোট পর্দায়।

চট্টগ্রামের সুগন্ধা সিনেমা, ঢাকার বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, রংপুরের শাপলা সিনেমা হল, চট্টগ্রামের সিলভার স্ক্রিন কর্তৃপক্ষ দেখাবে ছবিটি।

পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। বিভিন্ন চরিত্রে পুতুল ও ফজলুল হক ছাড়াও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর, রবি দেওয়ান, দীনবন্ধু পাল। সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির, সহকারী পরিচালক মাসুদ রানা ও সুপিন বর্মণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান