বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

মুক্তি পিছিয়ে গেল ‘ব্যাটম্যান ২’

বিনোদন ডেস্ক / ৪৯ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৫, ২০২৪
মুক্তি পিছিয়ে গেল ‘ব্যাটম্যান ২’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ওয়ার্নার ব্রাদার্সের আলোচিত চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান’। নির্মাতা ম্যাট রিভসের পরিচালনায় এটি মুক্তির পরই বক্স অফিসে করেছে বাজিমাত। ব্যাটম্যান চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করে দর্শকের মন জিতে নেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। এরপরই আসে এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা। জানিয়ে দেওয়া হয় ২০২৫ সালে মুক্তি পাচ্ছে সেটি। তবে গোথাম শহরে আবারও প্যাটিনসনের ফেরাটা আরও পিছিয়ে গেল।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ‌‘দ্য ব্যাটম্যান পার্ট ২’তে আবারও ক্যাপড ক্রুসেডার চরিত্রে দেখা যাবে প্যাটিনসনকে। তবে তা এক বছর পিছিয়ে গেল। ২০২৫’র বদলে এটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ২ অক্টোবর।

২০২২ সালের মার্চে মুক্তি পেয়েছিল দ্য ব্যাটম্যান। এতে নাম ভূমিকায় রবার্ট প্যাটিনসনকে নিয়ে ছিল নানা আলোচনা-সমালোচনা। অনেকেই ধারণা করেছিলেন, চলচ্চিত্রটি খুব বেশি সুবিধা করতে পারবে না। কিন্তু শেষমেশ দেখা যায়, ওই বছর সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় সপ্তম অবস্থানে জায়গা করে নিয়েছে এটি। ১৮৫-২০০ মিলিয়ন বাজেটের এই সিনেমা আয় করে নেয় ৭৭০.৩ মিলিয়ন ডলার।

প্যাটিনসন ছাড়াও দ্য ব্যাটম্যানের অন্যান্য চরিত্রে অভিনয় করেন জোঁ ক্রাভিটজ, পল ড্যানো, কলিন ফারেল, জেফরি রাইট, জন তারতুরো, পিটার সার্সগার্ড, অ্যান্ডি সার্কিস প্রমুখ। এবার আসছে সিক্যুয়েল। এটিও পরিচালনা করেছেন ম্যাট রিভস। তবে প্যাটিনসন ছাড়া নতুন ছবিটিতে কে কে থাকছেন, তা এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান