দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেতে চলেছে দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানার প্রথম বলিউড ছবি ‘গুডবাই’।
শনিবার (তেসরা সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ছবিটির পোস্টার। আর সিনেমা হলে ছবিটি দেখা যাবে আগামী ৭ই অক্টোবর।
বিকাশ ভেল পরিচালিত ছবিতে রাশ্মিকার সাথে দেখা যাবে বলিউডের শক্তিশালী অভিনেতা অমিতাভ বচ্চনকে। বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তারা।
ইনস্টাগ্রামে রাশ্মিকাও ছবির পোস্টার পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি আর বাবা আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি, আগামী ৭ই অক্টোবর’।
এছাড়াও ছবিতে অভিনয় করেছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি এবং সুনীল গ্রোভার। সহ-প্রযোজনায় একতা কাপুর। সঙ্গীত পরিচালনায় অমিত ত্রিবেদী।
এদিকে, রাশ্মিকা মান্দানার ‘মিশন মজনু’ নামের আরো একটি বলিউড ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেখানে দক্ষিণী নায়িকার বিপরীতে থাকবেন সিদ্ধার্থ মালহোত্রা।
You must be logged in to post a comment.