মুক্তি পাচ্ছে অনুদানের চলচ্চিত্র ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হক এর সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহান। ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে এই সিনেমাটি। এতে নাম ভূমিকার অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার বিপরীতে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। ছবিটি ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে।
থাইল্যান্ডে জোভানের সঙ্গে পূজা চেরির মাখামাখি
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, ‘সিনেমায় আমি একজন শান্ত, ভদ্র, চুপচাপ একটা মেয়ে। যে কিনা আপনমনে কথা বলে। সব মিলিয়ে দারুণ একটা চরিত্র। নিজেকে এখন হৃদিতার জন্য তৈরি করছি।’ এবিএম সুমন বলেন, ‘আনিসুল হকের গল্প সবসময় দারুণ। এ গল্পটাও অসাধারণ। দর্শকদের মনে ধাক্কা দেওয়ার মতো সিনেমা হবে আশা করি।’
১৩ বছর পর ঢাকায় গাইবেন কবীর সুমন
চলচ্চিত্রের দুটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দন সিনহা। গান দুটি’র কথা লিখেছেন গীতিকার কবির বকুল। চন্দন সিনহার গাওয়া ‘ঠিকানা বিহীন’ শিরোনামের গানে সুরারোপ করেছেন ইমরান মাহমুদুল এবং চন্দন সিনহা ও সিথি সাহা’র গাওয়া ‘শুধু একবার ছোব’ শিরোনামের ডুয়েট গানটিতে সুরারোপ করেছেন অমিত-ঈশান।
You must be logged in to post a comment.