ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিপ্লবী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা) একটি বিশেষ কনসার্টের আয়োজন করেছে। ‘মুক্তি কনসার্ট’ শিরোনামে আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বামবা’র পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে এখনও লাইনআপ ও ভেন্যু চূড়ান্ত করা হয়নি। দেশের শীর্ষসারির ব্যান্ডগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই বামবা’র ফেসবুক পেজে এ সম্পর্কিত তথ্য প্রকাশিত হবে।
ওই পোস্টে ‘একতার ডাক’ দিয়ে ব্যান্ড মিউজিক শিল্পীদের সংগঠন বামবা’র ফেসবুক পেজে বলা হয়, ‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’
যোগ করে বলা হয়, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু—একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’
‘আসুন একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ঐক্যের এক নতুন যুগ গড়ে তুলি’—এমন বার্তা দিয়ে সংগীতশিল্পীদের সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্পন্সর হওয়ার আহ্বান জানিয়েছে। বলছে, ‘আমাদের আপনার সমর্থন প্রয়োজন! পরিবর্তন আনতে স্পন্সর ও অংশীদার হউন।’
জানা গেছে, মুক্তি কনসার্ট থেকে প্রাপ্ত তহবিল সরাসরি আহতদের চিকিৎসার জন্য ব্যয় হবে।
You must be logged in to post a comment.