শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১২ অপরাহ্ন

মুক্তির আগেই সামান্থার ছবির অর্ধ শত কোটি আয়!

ফোরাম প্রতিবেদক / ১২৪ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১০, ২০২২
মুক্তির আগেই সামান্থার ছবির অর্ধ শত কোটি আয়!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর আসন্ন ছবি ‘যশোদা’। মুক্তির আগেই এই ছবি আয় করে ফেলেছে ৫৫ কোটি রূপি।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা সম্প্রতি টুইটারে জানিয়েছেন ‘যশোদা’ মুক্তির আগেই ৫৫ কোটি রূপি আয় করে ফেলেছে। তার টুইটে বলা হয়েছে ছবির ডিজিটাল স্বত্ব বিক্রি করা হয়েছে ২৪ কোটি রূপিতে। স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ১৩ কোটি রূপিতে। এছাড়াও হিন্দি ডাবিং স্বত্ব ৩.৫ কোটি এবং ভারতের বাইরে স্বত্ব বিক্রি করা হয়েছে ২.৫ কোটি রূপি। ভারতের মধ্যে ডিস্ট্রিবিউশন থেকে আয় হয়েছে ১২ কোটি রূপি। সব মিলিয়ে মুক্তির আগেই ছবির আয় ৫৫ কোটি।

সামান্থার প্রতি ভালবাসা জাহির করলেন বিজয়

সামান্থা রুথ প্রভু তেলেগু মাতিয়ে এখন পুরো ভারতে সমান জনপ্রিয়। মনোজ বাজপেয়ীর সঙ্গে ফ্যামিলি ম্যান দ্বিতীয় সিজনে সারা ভারতের দর্শকের নজরে আসেন এই অভিনেত্রী। এরপর ‘পুষ্পা’ ছবিতে একটি গানে তার পারফরমেন্সই তাকে তুলে এনেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

‘যশোদা’-তে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে সামান্থাকে। হরি শংকর এবং হরিশ নারায়ণ পরিচালিত এই সাসপেন্স থ্রিলার মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর। সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান