করোনা মহামারির চার বছর পর আবারও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। চলতি বছর এ সুন্দরী প্রতিযোগিতার মুকুট উঠেছে শাম্মী ইসলাম নীলার মাথায়। এর আগে একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় ছিলেন।
এদিকে, দ্বিতীয় রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা। তৃতীয় হয়েছেন শাকিরা তামান্না। এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জের মানা বে ওয়াটার পার্কে। সেখানেই মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে তাঁদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে প্রধান বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী তানিয়া আহমেদ। তাঁর সঙ্গে পাঁচ সদস্যের জুরি বোর্ডে ছিলেন গুণী অভিনেতা আফজাল হোসেন।
জানা যায়, গত ২৩ জানুয়ারি বিএফডিসির মঞ্চে শুরু হয়েছিল এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সেখান থেকে সেরা ১০ জনকে নির্বাচন করেন বিচারকরা। তারপর শুরু হয় গ্রুমিং সেশন। অবশেষে গ্র্যান্ড ফিনালে অংশ নেন এই সেরা ১০ জন। মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।
আগামী ৯ মার্চ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড-২০২৩। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাম্মী ইসলাম নীলা। মুকুট জিতে তিনি বললেন, ‘আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। যাতে আমি আপনাদের দেওয়া এত সুন্দর একটা সম্মানের মর্যাদা রক্ষা করতে পারি। এবং আমি আশাবাদী, মিস ওয়ার্ল্ডের মুকুট এবার বাংলাদেশে নিয়ে আসব।’
জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবেন নীলা। সেখানে তিনি অংশ নেবেন মিস ওয়ার্ল্ডের মূল পর্বে। এ আয়োজনে বিজেতাকে মুকুট পরিয়ে দেবেন পোল্যান্ডের সাবেক মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলস্কা।
You must be logged in to post a comment.