দীর্ঘ ৭০ বছর ধরে চলা ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতাটিতে এত বছর শুধুমাত্র অবিবাহিত তরুণীরাই অংশ নিতে পারতেন। তবে এবার প্রতিযোগিতার নিয়মে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। বিবাহিত তরুণীরাও এখন থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আগামী বছর ৭২তম মিস ইউনির্ভাস প্রতিযোগিতা থেকেই বিবাহিত নারীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন সুন্দরীদের এই মঞ্চে।
মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পত্রিকাকে জানায়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে। সময়ের সাথে তাল মিলিয়ে এটা খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত।
গোটা ফ্যাশন দুনিয়া মিস ইউনির্ভাস এর এমন সিদ্ধান্তকে প্রশংসা জানিয়েছে।
সর্বশেষ ‘মিস ইউনিভার্স ২০২১’ হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্সকে। শেষবার ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর।
You must be logged in to post a comment.