‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ফারিয়া শাহরিন। আর অভিনয়ের খাতিরে শিল্পীদের কত কিছু করতে হয়। সেই ধারাবাহিকতায় নাটকটির সিজন-৪ এর ৯৯তম এপিসোডে মিশু সাব্বিরের হাতের থাপ্পড় সহ্য করতে হয় এই নায়িকাকে।
ফেসবুকে সেই চড় খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া শাহরিন। পোস্টে ফারিয়া শাহরিন বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন, মিশু ভাই আমাকে যে চড়গুলো মেরেছেন, সেগুলো সত্যি কিনা। অবশ্যই সত্যি। এমনকি এই চড়ের সাউন্ডও এডিট করা হয়নি। প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চড়ের পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না। হাতেও অনেক ব্যথা পেয়েছিলাম। ওই ব্যথা অনেকদিন ছিল। পরিচালক অমি ভাইও এমন কিছু একটা চাইছিলেন। দৃশ্য ধারণের সময়ই তিনি বলেছিলেন, চড়ের অংশটা ভাইরাল হবে।’
ফারিয়া আরও বলেন, ‘দৃশ্য ধারণের পর এত জোরে চড় মারার কারণে আমি শুভ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছিলাম। তবে এখন আপনাদের ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি। সবকিছুর জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পরিচালক অমি ভাইকে।’
ব্যাচেলর পয়েন্টে ফারিয়ার চরিত্রের নাম ‘অন্তরা’ আর মিশু সাব্বির অভিনয় করছেন ‘শুভ’র ভূমিকায়। নাটকটিতে শুভ-অন্তরার রসায়ন দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক।
You must be logged in to post a comment.