বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

মিলনের গানে জেরী-প্রণমী

ফোরাম প্রতিবেদক / ৯৫ জন দেখেছেন
আপডেট : জুন ২৫, ২০২৩
মিলনের গানে জেরী-প্রণমী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সখি ভালোবাসা কারে কয়খ্যাত মোহাম্মদ মিলন সংগীত জীবনের এক যুগ পূর্ণ করেছেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ক্রিয়েটর-ইনফ্লুয়েন্সার জুটি হিসেবে আলাদা অবস্থান তৈরি করেছেন জেরী জিনিয়াস ও নাফিসা নুসরাত প্রণমী। এবার মিলনের গানের মডেল হিসেবে উপস্থিত হলেন জেরী-প্রণমী জুটি। সম্প্রতি লায়নিক মিউজিকের ঈদের গান হিসেবে গানটি অবমুক্ত হয়েছে। মেলোডিধর্মী মিষ্টি প্রেমের এই গানটির কথা লিখেছেন রণক ইকরাম, সুর করেছেন রাব্বি ও সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুখ। গানটির গল্পধর্মী ভিডিও নির্মাণ করেছেন জেরী জিনিয়াস নিজেই। নতুন গান প্রসঙ্গে কন্ঠশিল্পী মিলন বলেন, ‘এই গানটি সম্পূর্ণ আমার স্টাইলের একটি গান। ইদানীং নানা রকম গান করলেও এবারের গানটি আমার পুরনো স্টাইলের। আশা করছি শ্রোতারা এটি পছন্দ করবেন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান