মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

মিমি শুভশ্রীর ‘লাল ইশকে’ তোলপাড়

বিনোদন ডেস্ক / ২২ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১, ২০২৪
মিমি শুভশ্রীর 'লাল ইশকে' তোলপাড়
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টলিপাড়ার দুই নায়িকা শুভশ্রী এবং মিমি, দুজনের পছন্দের তালিকায় জায়গা পেয়েছে লাল। দুজনকেই দেখা গেল লাল রঙের পোশাকে। আর দুজনের দীপাবলী লুক দারুণ প্রশংসা পেয়েছে। মিমি পড়েছেন ইন্দো ওয়েস্টার্ন, অন্যদিকে শুভশ্রী পড়েছেন লাল রঙের লেহেঙ্গা চোলি। মিমি নিজের লাল পোশাকে ছবি শেয়ার করেছেন সোস্যাল মিডিযায়।

দ্যা রেড এডিট। মিমিকে লাগছিলও বেশ উজ্জ্বল। অভিনেত্রীর রেড হট লুক দেখে প্রশংসা করেছেন বেশিরভাগ। কেউ বললেন, আপনিই তো আতশবাজি। আবার কারওর কথায়, যা শুরু করেছেন ঘুম আসবে না তো। অন্যদিকে, শুভশ্রী… তিনি সেজেছেন লাল লেহেঙ্গায়। সিঁথি ভর্তি সিঁদুর। অভিনেত্রীকে দেখা গেল, একদম সাবেকি সাজে।

পরনে লাল রঙের লেহেঙ্গা, সঙ্গে গয়নায় ছড়াছড়ি, শুভশ্রীকে প্রশংসা করেই বেশিরভাগ বললেন, এত সুন্দর? আবার কারওর কথায়, এরকম কিছু পোষ্ট করবেন, আগে বলবেন না। আবার কেউ বললেন, ভীষণ মিষ্টি। কারওর কথায়, স্নিগ্ধতায় ভরপুর। তারকাদের অনেকেই শুভশ্রীর দীপাবলী লুকে মুগ্ধ। দেবলীনা কুমার থেকে সৌরসেনি, চোখের পলক পড়ছে না তাঁদের।

উল্লেখ্য, অন্যদিকে অভিনেত্রী সৌমিতৃষার দীপাবলিতে হলুদের ছোঁয়া। নায়িকা পুজো উদ্বোধনের পাশাপাশি, শহরের আলোয় অভিনেত্রীকে দেখা গেল হলুদ রঙের পোশাকে। সেই ছবি শেয়ার করেছেন তিনি নিজেই। সূত্র: আইই বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান