রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

মিডিয়া ছেড়ে দেয়ার ঘোষণা ‘নিষিদ্ধ নারী’ খ্যাত মুনমুনের

ফোরাম প্রতিবেদক / ৬৬২ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
মিডিয়া ছেড়ে দেয়ার ঘোষণা 'নিষিদ্ধ নারী' খ্যাত মুনমুনের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টাঙ্গাইলের সখীপুরে বাজার মসজিদের পাশে নাচের ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা মুনমুন। বিভিন্ন গণমাধ্যমে নিজের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান তিনি। তারপরও আইনি নোটিশ পান তিনি। আইনি নোটিশ পাওয়ার পরই শোবিজ অঙ্গন ছেড়ে যাবার ঘোষণা দেন ‘নিষিদ্ধ নারী’ খ্যাত এ অভিনেত্রী।

‘রানী কেন ডাকাত’র অভিনেত্রী মুনমুন বলেন, চলচ্চিত্রে আসার পর থেকে আমাকে নিয়ে অনেক পলিটিক্স হয়েছে। আমার উপরে মিথ্যা কলঙ্ক এসেছে। এবারও ঠিক মিথ্যা ঘটনার জন্য আমি দোষী হলাম। দর্শকদের অনেক হিট ছবি উপহার দিয়েছি। সেই দর্শকের কাছে আমি আমার এই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।

মুনমুন বলেন, আমি আমার পরিবারকে কথা দিয়েছি। আমি মিডিয়া ছেড়ে অন্য কোনো ব্যবসায় নামব। আমার জন্য সবাই দোয়া করবেন।

১৯৯৭ সালে চলচ্চিত্র পরিচালক এহতেসামের হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্রে হাতেখড়ি হয় মুনমুনের। তিনি এহতেসামের সহকারী হিসেবে কাজ করতে এসেছিলেন কিন্তু এহতেসাম তার অভিনয়ের দক্ষতা দেখে নায়িকা হওয়ার প্রস্তাব দেন। এহতেসাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিষেক হয় মুনমুনের। কিন্তু চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে লাভ করতে পারেনি। এতে মুনমুনকে ক্যারিয়ারের শুরুতেই থেমে যেতে হয়। এরপর তাকে কোন পরিচালক চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিতো না। এই সময় নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক মাসুম বাবুলের সাথে সখ্যতা গড়ে উঠে মুনমুনের। মাসুম বাবুলের মাধ্যমে মুনমুন আবার বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘শক্তির লড়াই’ চলচ্চিত্রে মুনমুনের অনবদ্য অভিনয় দর্শকের মন জয় করেন। এরপর মালেক আফসারী পরিচালিত ‘মৃত্যুর মুখে’ তার একটি দারুণ ব্যবসা সফল চলচ্চিত্র। এছাড়াও ‘রানী কেন ডাকাত’, ‘লংকাকাণ্ড’, ‘জানের জান’, ‘শত্রু সাবধান’, ‘জল্লাদ’, ‘রক্তের অধিকার’ প্রমুখ চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেন। তিনি প্রায় ৯০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্রে অধিকাংশ নায়কের সাথে অভিনয় করেছেন মুনমুন। এই সময়ের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে মুনমুনের জুটি এক সময় খুব জনপ্রিয় হয়েছিল। শাকিব খানের প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ‘বিষে ভরা নাগীন’ ছবিতে নায়িকা ছিলেন মুনমুন। এরপর একসাথে প্রায় ১৪টি চলচ্চিত্রে এই জুটিকে দেখা গেছে। এরপর তাদেরকে আর একসাথে দেখা যায় নি।

সরকার অশ্লীলতার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করলে ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। সর্বশেষ ২০১৭ সালে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে নগ্নতা ও অশ্লীলতার জন্য তিনি সমালোচিত হয়েছেন বারবারই।

২০০৩ সালের দিকে তিনি চলচ্চিত্র ছেড়ে দেন। এরপর বিভিন্ন সময় সার্কাসে অভিনয় ও নৃত্য পরিবেশনা করা শুরু করেন। এরপর ঐ সময়টাতেও যাত্রা করে বেড়ান বলে তার নামে নানান বাজে মন্তব্য করতেন সংশ্লিষ্ট অনেকেই।

উল্লেখ্য, ২০০৩ সালের দিকে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। এরপর মাঝে যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন। কিন্তু ২০০৬ সালের দিকে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৭ সালে এক প্রযোজক ও নায়ককে বিয়ে করেন তিনি। সেই সংসারে তার দুই ছেলে রয়েছে যারা দুজনই এখন ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান