বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

মিডিয়ার বাইরের কার সাথে প্রেম করছেন সজল?

ফোরাম প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : মে ৫, ২০২৩
মিডিয়ার বাইরের কার সাথে প্রেম করছেন সজল?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। এমনটা দাবি করে মাঝে মাঝেই গুঞ্জন চাউর হয়। তবে বিষয়টি যে সত্য নয়, সে কথাই এবার স্পষ্ট করলেন তিনি।

সম্প্রতি গণমাদ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, আমি বলেছি জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। বিয়েতে যে দেরি করব তা নয়, সেটা শিগগিরই হবে। এখনই কোনো দিনক্ষণ বলছি না। তবে যখন হবে তখন সবাইকে জানাব।

শোবিজের তারকাদের মধ্যে অনেকেই জীবনসঙ্গী হিসেবে ইন্ডাস্ট্রি থেকেই কাউকে বেঁছে নিয়ে থাকেন। সুখী দম্পতি হিসেবে সংসার করার নজিরও রয়েছে অনেক। তবে অভিনেতা সজল এখন প্রেম করছেন কিনা, কাকে বিয়ে করবেন, এ প্রশ্ন রাখলে তিনি বলেন, সে মিডিয়ার না। বাইরের।

সবার কাছে অনুরোধ রেখে তিনি বলেন, আমাদের এখানে যে জীবন-যাপন, লাইট-ক্যামেরায় থাকা, জাঁকজমক পরিবেশ, সবার লাইফস্টাইল কিন্তু তেমন না। আমরা অনেকে আছি সাধারণ। আমি নিজেও ব্যক্তিগতভাবে সাধারণ। যে মানুষটা আমার জীবনে আসবে, সে যদি সাধারণ জীবন পছন্দ করে, সাধারণভাবে থাকতে দিতে পছন্দ করে, তাকে আসলে অনেক কিছুর মধ্যে জড়াতে চাই না আমি।

ব্যক্তিজীবনে অনেকের ভুল-ত্রুটি থাকে। এ অভিনেতার ক্ষেত্রেও এমনটাই ছিল। তবে সেসব সংশোধন করে নিয়েছেন বলে জানান তিনি। বলেন, আমার যে ভুল ছিল না, সেটা বলব না। তবে আমি প্রতি মুহূর্তে নিজেকে কারেকশন করে নেয়ার চেষ্টা করি। এর অন্যতম কারণ আমার মা। ছোটবেলা থেকে মা ভীষণভাবে শাসন করে বড় করেছেন আমাদের সবাইকে। বাবা দেশের বাইরে ছিলেন, মা একা হাতে আমাদের বড় করেছেন। আমাদের ভালো-মন্দ, বন্ধু-বান্ধব থেকে সবকিছুতেই মায়ের নজরদারি থাকতো।

সজল আরও বলেন, এখনো আমার শুটিং শেষ হলে মায়ের ফোন আসা শুরু হয়। কতদূর, কোথায় আছো, আর কতক্ষণ? মায়ের শাসন এখনো চলে। আমিও চাই না, এটা শেষ হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান