মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীর রোড শো-তে বোতল ও ইট ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মেদিনীপুরের মঙ্গলবার (২১ মে) কালেক্টরেট মোড় থেকে রিং রোড পর্যন্ত রোড শো করার কথা ছিল মিঠুনের। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ।
ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো-এর আয়োজন করা হয়। অভিযোগ সেই সময় বোতল ছোড়ার ঘটনা ঘটে।
তৃণমূলের এক যুব নেতার মদতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপির। যদিও তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।
মঙ্গলবার অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো শুরু করেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। হঠাৎই মিছিলের মাঝে ইট ও বোতল ছোড়া শুরু হয় বলে বলে অভিযোগ। বিষয়টি নজর আসার পরেই বোতল ছুড়তে নিষেধ করেন অগ্নিমিত্রা নিজে। কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি। এরপর যারা বোতল ছুড়ছিল তাদের দিকে পালটা ধেয়ে যান বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। সূত্র: এইসময়।
You must be logged in to post a comment.