শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

মিঠুনের শুটিং সেটে খাবার দিতেন দেবের বাবা!

ফোরাম প্রতিবেদক / ১২৪ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২২
মিঠুনের শুটিং সেটে খাবার দিতেন দেবের বাবা!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

২৫ ডিসেম্বর সারা বিশ্ব যখন যিশুর জন্মদিন উদযাপনে ব্যস্ত, তখন দেবের পরিবারে জোড়া উদযাপন। সেদিন তারও জন্মদিন। তবে এখন তো দেবের পরিচয় শুধু তারকা নয়, এখন তিনি সংসদ সদস্য ও কলকাতার জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘প্রজাপতি’।

সিনেমাটিতে ভারতের প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও অভিনয় করেছেন। মিঠুনের সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অতীতের স্মৃতিচারণ করলেন অভিনেতা।

সম্প্রতি একটি ভারতীয় পত্রিকার সাক্ষাৎকারে নিজের কাজ ও ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু বিষয়ে কথা বলেন দেব। সেই সাক্ষাৎকারেই প্রকাশ করলেন এক নতুন তথ্য। একসময় তার বাবা মিঠুনের শুটিং সেটে খাবার দিতেন! তখন থেকেই মিঠুন চক্রবর্তীকে খুব কাছ থেকে চেনেন এই অভিনেতা।

দেব বলেন, ‘আমার বাবা তখন মুম্বাইয়ে ক্যাটারিংয়ের ব্যবসা করেন। সিনেমার সেটেই প্রথম দেখা মিঠুনদার সঙ্গে। তখন থেকেই আমায় স্নেহ করতেন, গল্প করতেন। তখনকার সিনেমার সেটের গল্প, তার প্রেমের গল্প। তিনি আমায় অনেক স্পেস দিয়েছেন। বুম্বাদাও (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) কিন্তু আমায় স্পেস দিয়েছেন। তাইতো সব সিনিয়রের সঙ্গেই আমার ভালো সম্পর্ক।’

নিজের প্রযোজনা সংস্থা সম্পর্কে দেব বলেন, ‘আমাদের যাত্রাপথটা একেবারে ভিন্ন। মিঠুনদার সেটে খাবার দিতেন আমার বাবা। এখন তার সিনেমার প্রযোজক সেই মানুষটাই! সেটা কি ভাবা যায়? এককালে যে তাকে খাবার দিয়েছে, সে আজ বস। আমরা একটি পরিবারের মতো হয়ে গেছি।’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাটি বেশ সাড়া পেয়েছে দর্শকদের কাছে। দর্শক ও সমালোচক, উভয় মহলেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। সূত্র : আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান