শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

মা হলেন বিপাশা? শুভেচ্ছার ঢল নেটপাড়ায়

ফোরাম প্রতিবেদক / ২৫৪ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৩, ২০২২
মা হলেন বিপাশা? শুভেচ্ছার ঢল নেটপাড়ায়
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নতুন সদস‍্য আসতে চলেছে বলিউডের ‘পাওয়ার কাপল’ বিপাশা বাসু এবং করণ সিং গ্রোভারের সংসারে। বিয়ের পর বেশ কয়েক বছরের অপেক্ষা শেষে সুখবর শুনিয়েছেন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় রীতিমতো ফটোশুট করে খবরটা জানিয়েছিলেন সেলেব জুটি। এবার ফের শুভেচ্ছায় ভাসলেন দুজনে।

মা হতে যাচ্ছেন বিপাশা বসু

মা হয়েছেন বিপাশা। ইতিমধ‍্যেই সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন তিনি, অন্তত নেটিজেনদের একাংশের দাবি এমনটাই। সোশ‍্যাল মিডিয়ায় এক পুঁচকের সঙ্গে বিপাশা করনের একটি ছবি ভাইরাল হয়েছে। এক ঘুমন্ত শিশুকে কোলে নিয়ে করন, পাশেই বসে হাসিমুখে ক‍্যামেরার দিকে তাকিয়ে বিপাশা।

এই ছবিটি দেখেই শুভেচ্ছার ঢল সেলিব্রিটি দম্পতির সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কিন্তু আদৌ কি সন্তান জন্ম দিয়েছেন বিপাশা? না, যে ছবিটি নিয়ে এত শোরগোল হচ্ছে সেটি আসলে পুরনো একটি ছবি। করনের কোলে ঘুমন্ত শিশুটি বিপাশার সন্তান নয়। উপরন্তু মা হওয়ার ব‍্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষনা এখনো করেননি বিপাশা করন।

জ্যাকলিনের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়িয়ে দিল আদালত

প্রসঙ্গত, সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের কাছে নিজের প্রেগনেন্সি জার্নি তুলে ধরেন বিপাশা। তিনি বলেন, “এ বছর আমরা মা দূর্গার আশীর্বাদ পেয়েছি, খুব শীঘ্রই আমাদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে মায়ের আশীর্বাদে। একটা ছোট্ট গল্প আছে যা আমি কখনোই শেয়ার করিনি। গত বছর আমরা মা বৈষ্ণো দেবীর দর্শন করি। আমি বা করন কেউই আগে ওখানে যাইনি। আমরা সন্তান চেয়েছিলাম মায়ের কাছে। আর এই বছরেই আমি অন্তঃসত্ত্বা হই। আমার প্রথম আলট্রাসাউন্ডের তারিখটা আমাদের বৈষ্ণো দেবী দর্শনের তারিখের সঙ্গে মিলে গিয়েছিল। আমাদের দুজনেরই বিশ্বাস, মা দূর্গাই আমাদের জীবনের অংশ হতে চলেছেন‌।”‌

চাকদা এক্সপ্রেস: ঝুলন হয়ে ফিরলেন আনুশকা

গত ১৬ অগাস্ট প্রেগনেন্সি ফটোশুট করে সুখবর শেয়ার করেন বিপাশা করন। অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটের থেকে দুটি ছবি শেয়ার করেছিলেন বিপাশা। একটি বড় সাদা শার্ট পরে ছিলেন অভিনেত্রী। শার্টের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল স্ফীত বেবি বাম্প। সাদা শার্ট ও কালো প‍্যান্ট পরে পাশে দাঁড়িয়ে করন। এক হাত দিয়ে স্ত্রীর বেবি বাম্প ছুঁয়ে তিনি। দ্বিতীয় ছবিটিতে বেবি বাম্পে চুম্বন করতে দেখা গিয়েছিল তাঁকে। বাংলাহান্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান