টালিউড ইন্ডাস্ট্রির চর্চিত এই অভিনেত্রী কাজ নিয়ে না হলেও বিভিন্ন সময় মন্তব্য ও অ্যাক্টিভিটির কারণে শিরোনামে জায়গা করে নেন। এবারও এমনটা হলো। মা হয়েছেন দাবি করে শিরোনামে উঠে এলেন ঋতুপর্ণা। ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর থেকে অন্যতম বিতর্কিত বলা হয়ে থাকে তাকে। গান্ডু থেকে কসমিক সেক্সের মতো সিনেমায় দাপিয়ে কাজ করেছেন তিনি। বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন, পর্দায় গল্পের প্রয়োজনে পোশাক খুলতেও দ্বিধা নেই তার। বলা হচ্ছে টালিউড অভিনেত্রী ঋতুপর্না সেন ওরফে ঋ-এর কথা।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া সাতটায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে নিজের মা হওয়ার কথা জানান ঋতুপর্ণা। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মা হয়েছি আমি। সন্তানের নাম রেখেছি নবদ্বীপ।’
ঋতুপর্ণার মা হওয়ার খবরে অনেকেই আবার নেতিবাচক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। কেননা, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছিলেন একটি সংবাদমাধ্যমকে। কিন্তু ফেব্রুয়ারি থেকে এ সময় পর্যন্ত বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হওয়ার কথা বলায় দ্বিধায় পড়ে যায় ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।
এদিকে এদিন ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, চারপেয় প্রাণীকে নিজ সন্তান বলে দাবি করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা। তিনি চারপেয়ে, শারমেয়ের মা হয়েছেন; কোনো মানুষের নয়। আর সেই পোষ্য প্রাণীকেই নিজের সন্তান বলে পরিচয় করে দিয়েছেন টালি তারকা।
বিভিন্ন সময় বিতর্কে জড়ালেও বর্তমানে অনেক শান্ত রয়েছে ঋতুপর্ণার জীবন। অনেক আগেই প্রেম ভেঙেছে তার। বর্তমানে ধারাবাহিক সিরিজে কাজ করছেন। এর আগে এক রিয়েলিটি শোয়ে বলেছিলেন, মাঝে মাঝে বন্ধুরা চলে আসে। কিছু বন্ধু তো এসে আবার যেতেই চায় না। আবার একা থাকি বলে অনেকে ধরেই নেয় আমি ফাঁকা। আমি তো চাইছি না ডিনার করতে। এরপরও তারা চলে আসে। তবে এই অভিনেত্রী এখন আর একা নেই। বর্তমানে তার সঙ্গে রয়েছে পোষ্য নবদ্বীপ।
You must be logged in to post a comment.