আজ বিশ্ব মা দিবস। মায়ের অসীম ভালোবাসা, স্নেহ ও স্পর্শেই সন্তান ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। সন্তান যেন ভালোভাবে বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এই ধ্যানে ‘মা’ সবসময়ই মগ্ন থাকেন। তাই মায়ের তুলনা শুধুই মা। তাইতো আজকের এই বিশেষ দিনে ঢালিউডের অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে তাদের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ফেসবুকে নিজ নিজ ভেরিফায়েড পেজে ছবি শেয়ার করে অনেকে লিখেছেন মায়ের সঙ্গে তাদের স্মৃতি। মাকে জানিয়েছেন শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা।
আজ রোববার (১৪ মে) চঞ্চল চৌধুরী থেকে শমী কায়সার, বেশ কয়েকজন তারকা মা দিবসে পোস্ট করেছেন।
মায়ের প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে চঞ্চল চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘সময়ের পার্থক্য এটুকুই…গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা। তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু…পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা…ভালো থাকুন সকল মা।’
মায়ের প্রতি অফুরন্ত ভালোবাসা প্রকাশ করে অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠতম একটি উপহার ‘মা’। যার ডাকে আমার ঘুম ভাঙত। যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনো অনুভুতি নেই। পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভাল বন্ধু। মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। হ্যাপি মা দিবস।’
মায়ের কথা স্মৃতিচারণ করে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে জায়েদ খান লেখেন, ‘সব সময় আমি বলি মায়ের কোনো দিবস নেই। আমার মা নেই, আমি বুঝি মা না থাকার কত কষ্ট। যাদের মা আছে, তারা কোনদিন মাকে কষ্ট দিও না। ভালো থাকুক পৃথিবীর সব মা। হ্যাপি মা দিবস।’
সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে শমী কায়সার লেখেন, ‘আমার প্রথম দেখা পৃথিবী তুমি, প্রথম স্পর্শ তোমার। ক্ষুদ্র এই জীবনের চলার পথে যে বিশাল মমতা আর ভালোবাসায় আগলে রেখেছ, তা অতুলনীয়। তোমার স্নেহছায়ার যেন থাকি, এটুকুই চাওয়া। বিশ্ব মা দিবসে সব মায়ের প্রতি আমার শ্রদ্ধা। ভালোবাসা।’
মা দিবসে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘পৃথিবীর প্রতিটি মাকে অগ্রিম মা দিবসের শুভেচ্ছা।’ আর শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে হ্যাস ট্যাগ দিয়ে লেখেন, ‘মাদারর্স ডে স্পেশাল।’
এদিকে, সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি মা দিবস আম্মু। সকল আম্মুকে মা দিবসের শুভেচ্ছা।’
এ ছাড়া মা দিবসে অভিনেত্রী পূজা চেরি ও ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র, পরিচালক আশফাক নিপুনসহ অনেক তারকারা মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।
You must be logged in to post a comment.