বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

মায়ের ‘ক্রাশ’র সঙ্গে মেয়ের প্রেম!

ফোরাম প্রতিবেদক / ৩৭৫ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৬, ২০২২
মায়ের ‘ক্রাশ’র সঙ্গে মেয়ের প্রেম!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জায়ান মালিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্তমানে গিগি হাদিদের সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এতে নাকি বেজায় খুশি গিগির মা।

কিছুদিন আগে ক্যামিলা মোরনের সঙ্গে ব্রেকআপ করেছেন ডিক্যাপ্রিও। এরপর একাধিকবার গিগির সঙ্গে দেখা গেছে ডিক্যাপ্রিওকে। শোনা যাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন এই জুটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী, এই সম্পর্কে সবচেয়ে খুশি হয়েছেন মডেলের মা ইয়োলান্দা হাদিদ।

ডিক্যাপ্রিও-স্করসিসের ছবি থেকে বের হয়ে গেলেন কিয়ানু রিভস

জানা গেছে, গিগির মা নাকি ‘টাইটানিক’-এর ভক্ত। ইয়োলান্দা হাদিদের কাছের এক সূত্র গণমাধ্যমকে বলেছেন, “লিও এবং জিজির খবর শুনে বেজায় খুশি ইয়োলান্দা। মজার বিষয় হলো, টাইটানিকের সময় লিও ছিলেন ইয়োলান্দার ‘ক্রাশ’।”

সূত্র আরও জানিয়েছেন, জায়ান মালিককে মেয়ের সঙ্গী হিসেবে মেনে নিতে চাইতেন না ইয়োলান্দা হাদিদ। তাই গিগির সিদ্ধান্তে খুশি তিনি।

যেকোনো সাইজের মানুষই সুন্দর হতে পারেন: সোনাক্ষী সিনহা

এখনও নাকি লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সামনাসামনি সাক্ষাত হয়নি ইয়োলান্দার। শোনা যাচ্ছে শিগগির মায়ের সঙ্গে ডিক্যাপ্রিওর দেখা করিয়ে দেয়ার পরিকল্পনা করছেন গিগি হাদিদ। সূত্র: কইমই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান