প্রকাশ পেল মাহিয়া মাহির নতুন সিনেমা ‘লাইভ’-এর টিজার। দেড় মিনিটের টিজার বলছে, মিস্ট্রি থ্রিলার ছবি এটি। শুক্রবার (১৯ আগস্ট) প্রকাশ্যে এসেছে ‘লাইভ’-এর টিজার। জানাগেছে, একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে।
‘লাইভ’ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। এতে মাহিয়া মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক ও আদর আজাদ। এছাড়াও আছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।
সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। আগামী ৯ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এদিকে মাহিয়া মাহির ‘যাও পাখি বলো তারে’ মুক্তি পাবে ৭ই অক্টোবর।
You must be logged in to post a comment.