সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

মালাইকাকে নিয়ে অর্জুন কাপুরের রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : জুন ২, ২০২৪
মালাইকাকে নিয়ে অর্জুন কাপুরের রহস্যময় পোস্ট
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড অভিনেতা ইমরান খানের পর এবার আলোচনায় আরেক জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর। প্রসঙ্গ বিবাহ বিচ্ছেদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রহস্যময় মন্তব্য নেটপাড়ায় ঝড় তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় এক পোস্ট লিখেছেন অর্জুন। যে পোস্ট ভক্তদের মনে উসকে দিয়েছে অসংখ্য জল্পনা-কল্পনা।

শনিবার (১ জুন) ইন্সটাগ্রামের স্টোরিতে অর্জুন লেখেন, আমাদের জীবনে দুইটি উপায় আছে। হয় আমরা অতীতের হাতে বন্দি হয়ে থাকব, নয়তো ভবিষ্যতের সম্ভাবনাকে সাদরে গ্রহণ করব। অর্জুনের এ পোস্ট থেকে স্পষ্ট হয়ে ওঠে, বলিউড তারকা মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের টানাপোড়নের বিষয়। মালাইকা সংবাদমাধ্যমকে জানান, অর্জুনের সঙ্গে কোনো সম্পর্কের টানাপোড়নই নেই মালাইকার। যা জানা যাচ্ছে সবই গুঞ্জন।

অন্যদিকে মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ সূত্র বলছে, এ সেলিব্রেটি জুটির মধ্যে ভালোবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। সব সময় সেটিকেই প্রাধান্য দেন দুইজন। তবে, দুর্ভাগ্যবশত তাদের সম্পর্ক স্থায়ী হলো না। কিন্তু তার মানে এই নয় যে, তিক্ততা তৈরি হয়েছে তাদের মধ্যে। সম্পর্কের এ টালমাটাল অবস্থায় মালাইকা ও অর্জুন নিজেকে সামলে নেবে নাকি দুইজনের পথ দুদিকে বেঁকে যাবে তা শুধু সময় পেরোলেই স্পষ্ট হয়ে উঠবে। প্রসঙ্গত, ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন ও মালাইকা। বলিউড অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন এ জুটি। সে সম্পর্ক পাঁচ বছর না পেরোতেই উঠেছে বিচ্ছেদের সুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান