এবার সেরা অভিনেত্রীর অস্কার পেলেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি।
অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমাটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন আনা দে আরমাস (ব্লন্ড), আন্ড্রেয়া রাইজবরো (টু লেসলি), মিশেল উইলিয়ামস (দ্য ফেবলম্যানস) ও কেট ব্ল্যানচেট (টার) এর মতো অভিনেত্রীরা।
মিশেল ইয়ো আশির দশকের শুরুতে মিস মালয়েশিয়া নির্বাচিত হয়ে মিস ওয়ার্ল্ডে অংশ নেন। নব্বইয়ের দশকে হংকংয়ের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। ১৯৯৭ সালে জেমস বন্ড সিরিজের সিনেমা ‘টুমোরো নেভার ডাইস’-এ কাজ করে পরিচিতি পান। তিনি বাফটায় সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন।
চার দশকের ক্যারিয়ারে এবারই প্রথম অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি। প্রথমবারই বাজিমাত করলেন মিশেল ইয়ো।
চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার অস্কার। যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে শুরু এই আয়োজনের ৯৫ তম আসর। ২৩ টি শাখায় এই পুরস্কার দেয়া হবে। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।
You must be logged in to post a comment.