শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

মার পর্যন্ত খেয়েছেন তিনি, কাকে ইঙ্গিত করলেন বুবলী

বিনোদন প্রতিবেদক / ২৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ৬, ২০২৪
মার পর্যন্ত খেয়েছেন তিনি, কাকে ইঙ্গিত করলেন বুবলী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা শবনম বুবলী। অন্যদিকে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রায় সময় দুই নায়িকা তাদের ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন। সংবাদ সম্মেলন থেকে শুরু করে সংবাদমাধ্যম প্রায় সময় দুই অভিনেত্রী দুজন দুজনকে ইঙ্গিত করে কথা বলেন।

সম্প্রতি বুবলীকে নিয়ে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও খোঁচা মেরে কথা বলেন। বাদ যাননি চিত্রনায়িকা পরীমণিও। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ব্যক্তিত্বহীনতার কারণেই উনি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন। এমন করলে শুনতেই হবে।

অপুর এমন কথার জবাব দিয়েছেন বুবলী। গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তাই অপুর এই প্রসঙ্গ তুলেছেন বুবলী। অপু বিশ্বাসের এমন মন্তব্যের উত্তরে বুবলী বলেন, এই মহিলা আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে। ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থের জন্য, আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। নায়করাজ রাজ্জাক, মান্না স্যাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না। আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন। এসব পাবলিক বোঝে। আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত। তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা।

এমনকি কিছুদিন আগেই অপু বিশ্বাস দাবি করেছেন, শাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলীর ওঠাবসা। বিষয়টি নিয়েও বুবলী বলেন, ২০০৮ সালে শাকিব খান অসুস্থ হলে সময় নষ্ট না করে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি…পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে কাজ করেন। এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানেন। জনা আপু, বিদ্যা সিনহা মিম, মারুফ ভাই, কাজী হায়াৎ আংকেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে বেয়াদবি করেছিলেন, এটাও নিউজ পেপার কাটিং আছে। এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি।

বুবলী শাকিব খান প্রসঙ্গে টেনে বলেন, ২০১৭ সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কী অপমানজনক কথা উনি বলেছিলেন, সব আছে ভিডিওতে। আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হলো, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন সে বলল এ রকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করে।

বুবলীর এসব কথার জবাবে এখন অবধি কিছু বলেননি অপু বিশ্বাস। দুই অভিনেত্রী তাদের অভিনয়ের থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায়। বিশেষ করে শাকিব খানকে কেন্দ্রে করেই তাদের দুজনের বিভিন্ন মন্তব্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান