শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

মার্কিন অভিনেতা স্টুয়ার্ট মার্গোলিন আর নেই

ফোরাম প্রতিবেদক / ৯৭ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২২
মার্কিন অভিনেতা স্টুয়ার্ট মার্গোলিন আর নেই
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মার্কিন অভিনেতা ও নির্মাতা স্টুয়ার্ট মার্গোলিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। স্টুয়ার্ট মার্গোলিন ‘দ্য রকফোর্ড ফাইলস’-এ অভিনয়ের জন্য ১৯৭৯ এবং ১৯৮০ সালে পর পর দুইবার এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অগ্ন্যাশয় ক্যান্সারে দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন তিনি।

৬০ এর দশকের গোড়ার দিকে থেকে এই শতাব্দী পর্যন্ত টেলিভিশন জুড়ে জনপ্রিয় মুখ ছিলেন মার্গোলিন। কয়েক ডজন শো’তে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টিভি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৪০ সালে জন্মগ্রহণকারী স্টুয়ার্ট মার্গোলিন মাত্র ৮ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে জনপ্রিয় টিভি নাটকসহ ‘ডেথ উইশ’, ‘এর্বিট্রেজ’, ‘কেলিস হিরোস’ এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তান ও ভাই-বোনদের রেখে গেছেন স্টুয়ার্ট মার্গোলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান