বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাটকর মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার (৪ জুন) মুম্বাইয়ের দাদরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বর্ষয়ান এ অভিনেত্রীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন তার মেয়ে কাঞ্চনা ঘানেকর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী তিনি জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তার মা।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ঠাকুমা জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী সুলোচনা লাটকর দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর আজ মারা গেছেন। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
সোমবার (৫ জুন) দাদরের বাড়িতে অন্তিম দর্শনের জন্য অভিনেত্রীর মরদেহ রাখা হবে। ওইদিন শিবাজি পার্কে মহাশ্মশানে শেষকৃত্য হবে।
১৯২৮ সালের ৩০ জুলাই বোম্বাইতে জন্ম সুলোচনার। তিনি ছোট থাকতেই প্লেগ মহামারিতে আক্রান্ত হয়ে তার মা-বাবা মারা যান। বাবার বন্ধুর বাড়িতে থেকে প্রফুল্ল পিকচার্সে কাজ পেয়েছিলেন। সেখানেই পরিচয় হয় লতা মঙ্গেশকরের সঙ্গে। এরপর চার দশকে এসে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়।
হিন্দির পাশাপাশি মারাঠি সিনেমায় অনেক কাজ করেছেন সুলোচনা। ১৯৪৪ সালে মারাঠি করনা’ নামক সিনেমার মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয় তার। এরপর ‘জীবন শাখা’, ‘বাল্মিকী’র মতো হিট মারাঠি সিনেমায় প্রধান চরিত্রে কাজ করেন। মাত্রী ১৫ বছর বয়সে বিয়ে হয় তার। তবে বিয়ের পরও সিনেমায় কাজ করেছেন তিনি।
সুলোচনা ভারত ভূষণের সঙ্গে জুটি বেঁধে হিন্দি সিনেমা ‘অউরত তেরি ইহি কাহানি’তে অভিনয় করেন। এরপর পঞ্চাশের দশকে ‘মহাত্মা কবীর’, ‘সজনি’, ‘সতী অনুসূয়া’, ‘অব দিল্লি দূর নেহি’র মতো সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। ত্রিশের ঘরে পা দেয়ার সঙ্গে সঙ্গেই মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। শুরুতে দ্বিধাবোধ করলেও পরবর্তী তিন দশক ধরে বিমল রায়, দেবানন্দ, সুনীল দত্ত, রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারদের মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৯৯ সালে ‘পদ্মশ্রী’ সম্মানে তাকে ভূষিত করে ভারত সরকার। ২০০৪ সালে ফিল্মফেয়ার থেকে আজীবন কৃতি সম্মান প্রদান করা হয়। প্রায় সত্তর বছরের ফিল্ম ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। শেষবার সঞ্জয় লীলার ‘বাজিরাও মস্তানি’ সিনেমায় দেখা গেছে তাকে।
You must be logged in to post a comment.