মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন

মারা গেলেন বিখ্যাত অভিনেত্রী

বিনোদন ডেস্ক / ৭১ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৭, ২০২৪
মারা গেলেন বিখ্যাত অভিনেত্রী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘ক্যাডিশ্যাক’ এবং ‘ট্রন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী সিন্ডি মরগান মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফ্লোরিডার পাম বিচ কউন্টি শেরিফের কার্যালয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সংবাদমাদ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের খবর অনুযায়ী, অভিনেত্রী মরগান প্রাকৃতিক কারণে মারা গেছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। তবে ঠিক কখন মৃত্যু হয়েছে তার, সেটি জানাতে পারেননি কর্মকর্তারা।

মরগান বেড়ে উঠেছেন শিকাগোতে। ক্যারিয়ারের শুরুতে একজন মডেল হিবেবে দৃষ্টি কাড়েন সবার। আইরিশ স্প্রিং সাবানের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।

এছাড়া ১৯৮০ সালে রাঞ্চি হিট সিনেমা ‘ক্যাডিশ্যাক’-এ অভিনয়ে করে ফিচার ফিল্মে ডেবিউ হয় তার। চেভি চেজ ও রডনি ডেঞ্জারফিল্ডের বিপরীতে অভিনয় করেছিলেন মরগান। হ্যারল্ড রামিস পরিচালিত এই সিনেমা ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা।

১৯৮২ সালে কাল্ট সাই-ফাই ফিল্ম ‘ট্রন’-এ অভিনয় করেন মরগান। যা ওই সময় যুগান্তকারী ভিডিও গেম ভিজ্যুয়ালগুলোকে বড়পর্দায় নিয়ে আসে। এতে তিনি লোরা নামে একজন কম্পিউটার প্রোগ্রামার এবং ইরোরি নামে একজন ডিজিটাল প্রতিরূপে অভিনয় করেছিলেন।

‘ম্যাটলক’, ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘চিপস’ ও ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান