মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

মারা গেলেন ফরাসি গায়িকা, অভিনেত্রী জেন বার্কিন

ফোরাম প্রতিবেদক / ১০৪ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৭, ২০২৩
মারা গেলেন ফরাসি গায়িকা, অভিনেত্রী জেন বার্কিন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মারা গেলেন ব্রিটিশ বংশোদ্ভূত ফরাসি গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেন বার্কিন। প্যারিসে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৬ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেত্রী বার্কিনকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকশ করেছেন। তিনি বলেন, জেন বার্কিন স্বাধীনতাকে মূর্ত করেছেন। তিনি আমাদের ভাষায় সবচেয়ে সুন্দর গান করেছেন।

এক টুইট বার্তায় তিনি আরও বলেন, বার্কিন ছিলেন একজন ফরাসি আইকন। তিনি একজন পূর্ণাঙ্গ শিল্পী, যার কণ্ঠস্বর যেমন মৃদু ছিল তেমনি অঙ্গীকার ছিল প্রবল।

এছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেন, বার্কিন ছিলেন অবিস্মরণী একজন আইকন, অনন্য কণ্ঠস্বরের গুণাবলী এবং মনোমুগ্ধকর একজন মানুষ।

বার্কিন তার ক্যারিয়ারে নানা গানে কণ্ঠ দিয়েছেন, সুর করেছেন, অভিনয় করেছেন এবং নিজ দেশের অধিকারে ফরাসি সংগীতের আইকন হিসেবে বিবেচিত হয়েছেন।

২০২১ সালে স্ট্রোক হয়েছিল বার্কিনের। তারও কয়েক বছর আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন এ অভিনেত্রী। লন্ডনে জন্মগ্রহণ করলেও ১৯৭০ এর দশকে ফ্রান্সে চলে যান তিনি।

বার্কিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ক্লাসিক ব্লো আপ (১৯৬৬), ডেথ অন দ্য নাইল (১৯৭৮) ও ইভিল আন্ডার দ্য সান (১৯৮২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান