প্রখ্যাত গীতিকার, নাট্যকার, পরিচালক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা আহমেদ ইউসুফ সাবের মারা গেছন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয়েছে এ গীতিকারের।
আহমেদ ইউসুফ সাবেরের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডের সদস্য ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতো মিলন ভট্টাচার্য।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা মিলন ভট্টাচার্য বলেন, আহমেদ ইউসুফ একজন সাদা মনের মানুষ ছিলেন। সবসময় সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন তিনি। তার মৃত্যুর খবর শোনার পর থেকে খারাপ লাগছে।
আহমেদ ইউসুফ কয়েকটি জনপ্রিয় গানের গীতিকার। তার রচিত গানের মধ্যে উল্লেখযোগ্যগুলো ‘সুখী মানুষের ভিড়ে (ফিডব্যাক)’, ‘মায়াবী এ রাতে (সুমনা হক)’, ‘যখনই নিবিড় করে (নিলয় দাশ)’, ‘বিদ্রোহী (ফিডব্যাক)’ প্রভৃতি।
এছাড়া অসংখ্য বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলও লিখেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রও পরিচালনা করেছেন। পাশাপাশি টেলিভিশন নাটক, চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন।
এ গীতিকার গীতিকবি সংঘ বাংলাদেশের আজীবন সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটি। এছাড়া সংগীতাঙ্গনের আরও অনেকে শোক প্রকাশ করেছেন আহমেদ ইউসুফের মৃত্যুতে।
You must be logged in to post a comment.