বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

মারা গেলেন পোলারিস ব্যান্ডের রায়ান

ফোরাম প্রতিবেদক / ১০৩ জন দেখেছেন
আপডেট : জুন ২৮, ২০২৩
মারা গেলেন পোলারিস ব্যান্ডের রায়ান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ার বহুল পরিচিত মেটালকোর ব্যান্ড ‘পোলারিস’র গিটারিস্ট রায়ান সিউ। মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি ব্যান্ড থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে সংগীততারকার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, পোলারিস ব্যান্ডের সদস্য জেমি হেলস, রিক স্নাইডার, জ্যাক স্টেইনহাউসার ও ড্যানিয়েল ফুর্নারি সোশ্যাল মিডিয়ায় সহকর্মী রায়ানকে হারানোর কথা জানিয়েছেন।

ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, ছিন্নভিন্ন হৃদয়ে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ব্যান্ডমেট রfয়ান গত ১৯ জুন সকালে মারা গেছেন। তিনি আমাদের সঙ্গে ১০ বছর ধরে অবিশ্বাস্যভাবে কাজ করছিলেন।

রায়ান বেশ আন্তরিক, বুদ্ধিমান, মজার, সাহসী এবং সৃজনশীল ছিলেন। একই সঙ্গে প্রতিভাবান ছিলেন বলেও জানানো হয়েছে।

এদিকে ব্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুর পরই পোলারিস এক ঘোষণায় জানায়, তারা রায়ানকে হারিয়ে সংকটে পড়েছেন। এ কারণে অবশিষ্ট ইউরোপীয় সফর বাতিল করা হলো।

২০১৭ সালের নভেম্বরে পোলারিস ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘দ্য মর্টাল কয়েল’ প্রকাশ হয়। অ্যালবামটি পরের বছরই বেস্ট হার্ড রকের জন্য এআরআইএ পুরস্কারে মনোনয়ন লাভ করে।

ব্যান্ডটির সবশেষ অ্যালবাম ‘দ্য ডেথ অব মি’ প্রকাশ হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান