জনপ্রিয় ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান মারা গেছেন। সোমবার (১১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে ধানমণ্ডির বাসায় ব্রেন স্ট্রোক করে মারা যান তিনি।
আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সপ্তাহে দেখাও হলো, বললো আবার বাজাচ্ছি দোয়া করিস। গত মাসেই তার একটা ছেলে হয়েছে। তার পরিবারকে সৃষ্টিকর্তা শক্তি দিক।
নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের ব্যান্ডসংগীতের যুক্ত ছিলেন রুমি রহমান। দলছুট থেকে আর্ক- দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্যান্ডের সঙ্গেই বাজিয়েছেন রুমি। দেশের শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ব্যান্ড ইতিহাসের অনেক ঐতিহাসিক অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি। লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘অন্যভুবন’, দলছুটের ‘আকাশচুরি’, অর্থহীনের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ এমন অনেক রেকর্ডেড অ্যালবামে রুমি রহমানের ছিলো সরাসরি অংশগ্রহণ।
ঈদের পরদিন সকালে হঠাৎ করে রুমির এই মৃত্যুর খবর ছডিয়ে পড়লে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
রুমি রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। তার স্ত্রী বর্ষা চৌধুরী বলেন, ‘অ্যাজমায় ভুগলেও রুমি কিন্তু সুস্থই ছিল। ঈদের দিন আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করছি। ঘুরেছি। ভোররাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে। ভোররাত চারটার পরে রুমির শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিল। একটু পর বলে, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। তখন ভোর পাঁচটা বেজে গেছে। গাড়িচালক নেই। লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যায়। পড়ে গেলে নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলে, আনার আগেই সে মারা গেছে।’
রুমি রহমানের মরদেহ এখন তাঁর ধানমন্ডির বাসায় রাখা হয়েছে। ঢাকাতেই তাকে দাফন করা হবে।
২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনয়শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।
You must be logged in to post a comment.